দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ডেকে পাঠাল সিবিআই। সোমবার তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে তারা মনীশ সিসোদিয়াকে জেরা করতে চাইছে। আবগারি নীতিতে বিস্তর গলদ ধরা পড়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য জানার রয়েছে। সে কারণে পাঠান হয়েছে সমন। হাজির হতে হবে সকাল ১১টায়। সমন পেয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে তুলেছেন হেনস্থার অভিযোগ। তবে আশ্বাস দিয়েছেন যাবতীয় সহযোগিতার। সিসোদিয়ার টুইট সিবিআই আমার বাড়িতে টানা ১৪ ঘণ্টা তল্লাশি চালায়। কিছুই তারা পায়নি। ব্যাঙ্কের লকার ভেঙেও সিবিআই কিছু পায়নি। আমার গ্রামের বাড়িতেও তারা তল্লাশি চালিয়ে কিছুুই পায়নি। এখন ওরা আমায় আবার ডেকে পাঠিয়েছে। যেতে হবে সকাল ১১টায়। আমি অবশ্যই যাব। সত্যের জয় হবে।