লোকসভা নির্বাচনের মুখে নারদকাণ্ডে আবারও তৎপর সিবিআই। ফের প্রাক্তন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। ৪ এপ্রিল সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রের খবর, নারদ মামলায় তদন্তকারীদের হাতে নতুন তথ্য পৌঁছেছে। সেই নতুন তথ্যের ভিত্তিতে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেও কলকাতায় তাঁকে তলব করেছিল সিবিআই। যদিও সেবার তিনি হাজিরা দেননি। ২০১৬ সালের বিধানসভা ভোটের ঠিক আগে প্রকাশ্যে আসে নারদকাণ্ড। যে মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এরপরই তৃণমূলের অভিযোগ, নারদ মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের মুখে সেই মামলায় ফের সক্রিয় হল সিবিআই।