প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। এক সপ্তাহের মধ্যে দু’বার তলব করা হল তাঁকে। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত ১৫ জুন তাঁকে তলব করেছিল সিবিআই। প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু নথি তাঁর কাছে পাওয়া যেতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। আর সেকারণেই ফের তলব করা হল তাঁকে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই। গত বছর তাঁকে একবার তলব করা হয়। তারপর তলব করা হয়েছিল গত ১৫ জুন। এবার ফের তলব করা হল ২৩ জুন। সূত্রের খবর, মণীশ জৈনকে জেরা করে পাওয়া তথ্যে খুশি নন তদন্তকারীরা। তাই ফের তাঁকে তলব করা হল। তদন্তে এটা উঠে এসেছে, যে নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে।