জেলা

সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে ফের সিবিআই তল্লাশি

ফের শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে সিবিআই। আচমকা রবিবারের সকালে সিবিআই টিম হাজির সন্দেশখালিতে। এই নিয়ে তৃতীয় বার সিবিআই দল এল শাহজাহানের বাড়িতে। এদিন গোয়েন্দা কর্তাদের নজরে ছিল শাহজাহান শেখের বাড়ির উঠোন। মার্কেটের ভিতর কী ভাবে হামলা চলেছিল, সেই দিন উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে নিয়ে খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। বাড়ির উঠোনে যে জায়গায় হামলার ঘটনা ঘটে সেই জায়গা ফের খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে বাড়ির চারপাশও। এর আগে তল্লাশি অভিযানের দিন থ্রি ডি স্ক্যান করে জরিপ করা হয়েছিল বাড়ি ও সংলগ্ন গোটা এলাকা আজ নজরে বাড়ির উঠোন। চিরুনি তল্লাশি চালাচ্ছেন দুঁদে কর্তারা।আদালতের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সিবিআইয়ের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। এর আগেও দু-দুবার শাহজাহান শেখের এলাকায় যান তদন্তকারী আধিকারিকরা। ইডি দ্বিতীয় দফায় গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে সিল করে দেয়। সেই সিল করা তালা ভেঙে পরে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই।সপ্তাহ দুয়েক আগে এই তল্লাশিতে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে গিয়েছিলেন দুজন ইডি আধিকারিক এবং ফরেন্সিক দল। ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে কীভাবে ঘটেছিল হামলার ঘটনা সেই নিয়ে জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতেও যায় সিবিআই। ছবি তোলেন গোয়েন্দারা। পাশাপাশি সড়বেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও যান সিবিআই আধিকারিকরা।