আইসিএসই ও আইএসসি এবং সিবিএসইর ফলপ্রকাশ হবে ১৫ জুলাইয়ের মধ্যে। আজ এমনটাই দুই বোর্ডকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এই দুই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস্ট অফ থ্রি বা বেস্ট অফ টু এই পদ্ধতিতে বিগত পরীক্ষার ভিত্তিতেই হবে মূল্যায়ণ। প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর যোগ হবে বলে জানিয়েছে সিবিএসই।


