২০২৪ সালে নানা ঘটনা ঘটেছে। সারা বছর জুড়ে অনেক কিছু পাওয়া হলেও, অনেক কিছু হারিয়েও গিয়েছে। বহু মানুষ পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সঙ্গীত জগতের বহু মানুষ, এমনকি অভিনেতা থেকে পরিচালক তাঁরা অনেকেই ইহলোক ত্যাগ করেছেন। বছরশেষে আরও একবার তাদের স্মরণ করার পালা।
উস্তাদ রশিদ খান: জানুয়ারি মাসের ৯ তারিখ সংগীতের অন্যতম মহারথী উস্তাদ রশিদ খান, মাত্র ৫৫ বছর বয়সে কলকাতায় প্রোস্টেট ক্যান্সারের কারণেই প্রয়াত হন এবছর।
শ্রীলা মজুমদার: শ্রীলা মজুমদার, বাংলার এক অনবদ্য অভিনেত্রী ২৭ জানুয়ারি তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর পাড়ি দেন না ফেরার দেশে।
পঙ্কজ উধাস: গজল সম্রাট পঙ্কজ উধাস, দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন অসুস্থতার সঙ্গে। অবশেষে ২৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন।
বিকাশ শেঠি: মাত্র ৪৮ বছর বয়সে সেপ্টেম্বর মাসে বিকাশ শেঠি মারা যান। তিনি কবি খুশি কবি গম ছবিতে কাজ করেছিলেন।
ঋতুরাজ সিং: ৫৯ বছর বয়সে অভিনেতা চলে যান পরলোকে। আর তাঁর কাজ রেখে যান এপারে। নানা বলিউড ছবির জন্য তিনি জনপ্রিয়। হার্ট অ্যাটাক হয় অভিনেতার।
উৎপলেন্দু চক্রবর্তী: বাংলার জনপ্রিয় পরিচালক ৭৮ বছর বয়সে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছিল, সকাল থেকে ঠিক ছিলেন, তারপর চা-ও খান। হঠাৎ করেই সব থমকে যায়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বাবা তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার।
মনোজ মিত্র: ১২ নভেম্বর, ৮৬ বছর বয়সে বাংলা সিনেমা থিয়েটারের এবং নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র না ফেরার দেশে পাড়ি দেন। বাংলা ছবির ক্ষেত্রে তাঁর অবদান অস্বীকার করার নয়। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
উস্তাদ জাকির হোসেন: ৭৩ বছর বয়সে, ২০ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে চলে যান তবলা উস্তাদ জাকির হোসেন। সান ফ্রান্সিসকোতে তাঁর মৃত্যু হয়। এবং তারপর গোটা ভারত শোকে মূহ্যমান হয়ে পড়ে।
শ্যাম বেনেগাল: ২৩ ডিসেম্বর, সন্ধ্যার দিকেই শ্যাম বেনেগাল, যাকে ভারতীয় ছবির পায়নিয়ার বলা হত, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন অনেকেই। মুম্বাইতে তাঁর শেষকৃত্য হয়।