দেশ

জনগণনা নিয়ে তৎপর মোদি সরকার, রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে নয়া নির্দেশ

জনগণনার ব্যাপারে আরও কয়েক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার ৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রশাসনিক সীমা নির্দিষ্ট করার নিয়ে নির্দেশ দেওয়া হল ৷ বলা হল, জেলা এবং উপ-জেলা থেকে শুরু করে থানা এলাকার গণ্ডি পরিবর্তন করতে চাইলে তা আগামী 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে ৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ 16 বছর পর 2027 সালে দেশজুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, জনগণনার জন্য সমস্ত গ্রাম এবং শহরগুলিকে গণনা ব্লকে ভাগ করা হয়েছে ৷ গণনার সময় কোনও রকম ত্রুটি এড়ানোর জন্য প্রতিটি ব্লকের দায়িত্বে থাকবেন একজন গণনাকারী ৷ তাঁর সুবিধের জন্যই এলাকা নির্দিষ্ট করা দরকার ৷ তিনি আরও জানান, 2026 সালের 1 এপ্রিলের মধ্যে বাড়ির তালিকা তৈরি করে তত্ত্ববধায়ক এবং গণনাকারী নির্বাচনের পর তাঁদের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ৷ এরপর 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে জনগণনার কাজ শুরু হবে ৷ কোন গণনাকারীর কোন ব্লকের দায়িত্বে থাকবেন তা চূড়ান্ত করার পর প্রশাসনিক দায়িত্বের সীমানায় আর কোনও রকম পরিবর্তন করা সম্ভব নয় ৷ সেই কারণে, পুরসভা, থানা, মহকুমা কিংবা জেলাগুলির প্রশাসনিক ক্ষমতার সীমানায় কোনও পরিবর্তনের পরিকল্পনা থাকলে, আগামী 31 ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে ৷ গণনাকারীদের কাজের সুবিধার জন্য প্রতিটি প্রশাসনিক সীমানাকে বিভিন্ন ব্লকে ভাগ করা হবে ৷ গ্রাম কিংবা শহরের বিভিন্ন এলাকা নিয়ে তৈরি হবে এই ব্লক ৷ মূলত দুই দফায় জনগণনার কাজ সম্পন্ন করা হবে ৷ প্রথম দফা হাউজলিস্টিং অপারেশন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে জনগণনা সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহের কাজ হবে ৷ দ্বিতীয় দফা পপুলেশন এনুমারেশন (পিই) নামে পরিচিত ৷ এই দফায় প্রতিটি বাড়িতে প্রত্যেক ব্যক্তির জনসংখ্যা বিষয়ক তথ্য থেকে শুরু করে আর্থ-সামাজিক, সাংস্কৃতিক এবং অন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে ৷ এখানেই জাতভিত্তিক গণনাও করা হবে ৷ এই জনগণনা স্বাধীনতার পর অষ্টম জনগণনা এবং সব মিলিয়ে 16তম ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, 2026 সালের 1 অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে জনগণনা শুরু হবে ৷ দেশের বাকি অংশে গণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ ৷ উল্লেখ্য, এবার সাধারণ জনগণনার পাশাপাশি জাতিভিত্তিক গণনাও করবে দেশের সরকার ৷ স্বাধীনতার পর এই প্রথম জাতিভিত্তিক গণনা হচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এবার জনগণনায় গণনাকারী এবং সুপারভাইজার মিলিয়ে প্রায় 34 লক্ষ কর্মী কাজ করবেন ৷ এছাড়া, আধুনিক মোবাইল ডিজিটাল গ্যাজেটের মাধ্যমে এই কাজের সঙ্গে যুক্ত হবেন আরও প্রায় 1.3 লক্ষ ব্যক্তি ৷