দেশ

ফোন-ল্যাপটপের মতো ইলেক্ট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলির জন্য বিধি তৈরিতে সুপ্রিমকোর্টের কাছে আরও সময় চাইল কেন্দ্র

ফোন ও ল্যাপটপের মতো ইলেক্ট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলির জন্য বিধি তৈরিতে আরও সময় চাইল কেন্দ্র। এর জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বলে বুধবার সুপ্রিমকোর্টে জানিয়েছে কেন্দ্র। তদন্তের নামে সাংবাদিকদের ফোন-ল্যাপটপ বাজেয়াপ্ত করার বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়েছিল শীর্ষ আদালত।  সেইসঙ্গে গত ৭ নভেম্বর এব্যাপারে  নির্দিষ্ট নিয়মবিধি তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল আদালত। ফাউন্ডেশন অব মিডিয়া প্রফেশনালের দায়ের করা মামলার শুনাতিতে কেন্দ্রকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। বিচারপতি এস কে কাউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চকে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এস ভি রাজু জানিয়েছেন, একটি কমিটি তৈরি করা হচ্ছে। একইসঙ্গে তিনি বিধি তৈরির জন্য আরও সময় দেওয়ার আর্জি জানান। যদিও কেন্দ্রের এই গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। এব্যপারে বিচারপতি কাউল এএসজি’র কাছে জানতে চান, বিধি প্রণয়নে কোথায় সমস্যা হচ্ছে? সময়সীমার একটা মাত্রা থাকা উচিত।  তখন এএসজি জানান, আগামী সপ্তাহেই কিছু একটা সমাধান হবে। এরপর আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ ডিসেম্বর হবে বলে জানিয়ে দেয়।