কলকাতা

স্ত্রীকে হুমকি দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হুমকির বিস্ফোরক অভিযোগ আনলেন জেলবন্দি কুন্তল ঘোষ।  বৃহস্পতিবার আদালত থেকে বেরনোর মুখে কুন্তল ঘোষ বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমার স্ত্রীকে ফাঁসানোর হুমকি দিচ্ছে। কোন এজেন্সি হুমকি দিচ্ছে, প্রশ্ন করা হলে কুন্তল বলেন, সেটা পড়ে জানাব। এদিন আদালত ১৯ জুন পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বৃহস্পতিবার কুন্তলের আইনজীবীরা অবশ্য জামিনের আবেদন জানাননি। কিছুদিন আগে কুন্তল অভিযোগ করেছিল, ইডি রাজনৈতিক দলের মুখপাত্রের মতো কথা বলছে। এদিন শুনানিতে ইডি তার তীব্র প্রতিবাদ করে। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, আমরা দুর্নীতিবাজদের খুঁজে বের করতে বদ্ধপরিকর। আমরা কাউকে ভয় পাই না। আমরা এর জন্য কারওর কাছ থেকে কোনও সুযোগ নিইনি। আমাদের কোনও রাজনৈতিক রং নেই।