কলকাতা

ভোটের কাজ সেরে ফেরার পথে দুই মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার জওয়ান

ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ভোটের কাজ সেরে ফেরার পর এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক জওয়ান ৷ সিআরপিএফ-এর এই জওয়ানকে গ্রেফতার করেছে চিতপুর থানার পুলিশ ৷ ধৃত কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের নাম তিরঞ্জন প্রধান ৷ বারুইপুর থেকে নির্বাচনী ডিউটি সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে । পরে উত্তর কলকাতায় আসেন থাকার জন্য । অভিযোগ, টালা ব্রিজের কাছে দুই মহিলার গায়ে হাত দেন অভিযুক্ত এই জওয়ান, শ্লীলতাহানি করেন । এরপরই ওই দুই মহিলা চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন । খবর যায় স্থানীয় চিতপুর থানার পুলিশের কাছে ৷ জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে লোকসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সিআরপিএফ জাওয়ান ৷ শনিবার ডিউটি সেরে ফেরার পর তিনি উত্তর কলকাতার কাশীপুরে আসেন থাকার জন্য । পরে রাতে কলকাতা স্টেশন থেকে তাঁর ট্রেন ধরার কথা ছিল । অভিযোগ, তার আগেই রাতের অন্ধকারে দুই মহিলার শ্লীলতাহানি করেন ওই জওয়ান ৷ সকালে ওই সিআরপিএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য চিতপুর থানায় আসেন কলকাতা পুলিশের মহিলা কর্মীরা । সেইসঙ্গে বয়ান রেকর্ডের জন্য মহিলাদের থানায় ডেকে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, অভিযোগকারিনী দুই মহিলা সম্পর্কে দিদি এবং বোন ৷ ঘটনার সময় ওই সিআরপিএফ জওয়ান মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে । মহিলারা চিৎকার করলে ওই সিআরপিএফ জওয়ান ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন । স্থানীয়রা এই জওয়ানকে ধরে রেখে মারধর করে বলেও অভিযোগ ৷ ভোটের কাজে এসে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শ্লীলতাহানির ঘটনা এই প্রথম নয়। ভোট চলাকালীন হাওড়ায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে । গাছে বেঁধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর ৷