জেলা

মার্চেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের!

সূত্রের খবর, রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে ৩ মার্চ। সর্বদলীয় বৈঠক করার কথা তাদের। ভোটপ্রস্তুতি নিয়ে বৈঠক করবে পুলিশ প্রশাসনের সঙ্গে। একইসঙ্গে এ রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতিও খুঁটিয়ে দেখবে তারা। ১ মার্চ আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী। এমনও খবর, রাজ্যে এসেই এরিয়া ডমিনেশন শুরু করবে তারা। এখনও ভোট ঘোষণা হয়নি। এমনকী ভোটের আগে রাজ্যে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে, এ রাজ্যে তাও এখনও আসেনি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল। প্রসঙ্গত, মার্চের শুরুতেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তা ঘোষণা হতে পারে।