নয়াদিল্লিঃ কো-অপারেটিভ ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক ও মাল্টি স্টেট কো অপারেটিভ ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের ছাতার তলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের গচ্ছিত অর্থ নিরপদে থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১ হাজার ৪৮২টি আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক এবং ৫৮টি মাল্টি স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক সহ সরকারি ব্যাংকগুলিকে এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) তত্ত্বাবধানের অধীনে আনা হচ্ছে। অন্য ব্যাঙ্কগুলির মতো সব নিয়ম এই ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিনি এও বলেন, আরবিআইয়ের তত্ত্বাবধানে ১ হাজার ৫৪০টি সমবায় ব্যাংক আনার সিদ্ধান্তের ফলে সাড়ে ৮ কোটিরও বেশি আমানতকারীর ৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকার অর্থ নিরাপদ থাকবে।”