দেশ

মেডিকেলে ও ডেন্টালে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের

বাংলা সহ আরও ৫টি আঞ্চলিক ভাষায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, এবার থেকে মেডিক্যাল ও ডেন্টাল পড়ুয়াদের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য বর্তমান শিক্ষাবর্ষে সর্বভারতীয় কোটায় অনগ্রসর শ্রেণির(OBC) ক্ষেত্রে ২৭ শতাংশ এবং আর্থিকভাবে দুর্বলদের(EWS) জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। এমবিবিএস, এমডি, বিডিএস ও এমডিএসের মতো কোর্সগুলিতেও সংরক্ষণ থাকবে।এদিন প্রধানমন্ত্রী এই ঘোষণা করে বলেন, ‘আমাদের সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ২৭ শতাংশ অনগ্রসর শ্রেণির জন্য এবং আর্থিক ভাবে দুর্বল পড়ুয়ারা সর্বভারতীয় কোটায় মেডিক্যাল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সংরক্ষণ পাবেন চলতি শিক্ষাবর্ষ থেকে।’ তিনি আরও বলেছেন, ‘ভারতের প্রত্যন্ত গ্রামের যুবসমাজ দেশকে গর্বিত করেছে বহু ক্ষেত্রে। যেমন খেলাধুলা, রোবটিক্স, মেশিন লার্নিংয়ে।’ ঠিকঠাক পরিবেশ পেলে যুবসমাজ বিস্ময়কর কাজ করবে বলে আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বিবিধ আঞ্চলিক ভাষায় সুবিধা পাবেন পড়ুয়ারা। এছাড়াও, প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে বাংলা সহ-আরও ৫টি আঞ্চলিক ভাষায় পড়া যাবে। বাংলা সহ ৮টি রাজ্যের ১৪টি কলেজে পাঁচটি ভাষায় পড়াশোনা করা যাবে।  গত শিক্ষানীতির নিয়ম অনুযায়ী, কেউ ইঞ্জিনিয়ারিং পড়লেও তার সঙ্গে বাংলা, সঙ্গীতের মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকবে। পাশাপাশি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ এখন একটি বিষয় হিসাবে মনোনীত করা হয়েছে। শিক্ষার্থীরা এই বিষয়টি পড়তে পারে। বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য এই বিষয়টি পড়ার ক্ষেত্রে আগ্রহ বাড়বে।