কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এসবের মধ্যেই দীপাবলির ‘উপহার’ পাঠাল কেন্দ্র। শুধু বাংলার জন্যই নয়, সব রাজ্যের জন্যই নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদীর সরকার। সব মিলিয়ে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নির্মলা সীতারমণের অর্থ মন্ত্রকের তরফে। তার মধ্যে বাংলা পাচ্ছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। জানা গিয়েছে, দেশের সবকটি রাজ্যের জন্য মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। এদিন ফের বাংলার বঞ্চনা নিয়ে সরব হন কুণাল। তিনি বলেন, “বাংলার মানুষ যে হারে কেন্দ্রকে কর দিচ্ছে তার মাত্র একটা ছোট অংশ রাজ্যের উন্নয়নের জন্য ফেরত আসছে। উলটে বাংলার গরিব মানুষের বকেয়া পাওনা এক বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। এর মধ্যে একশো দিনের প্রকল্প বাবদ আটকে রাখা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। সেই সঙ্গে সাড়ে ১১ লক্ষ পরিবারের বাড়ি বাবদ ৮২০০ কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে মোদি সরকার। অবিলম্বে এই বকেয়া দেওয়া হোক বাংলাকে।”