দেশ

দেশের দুই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে ৪ হাজার ৫০০ কোটির ঋণ দিচ্ছে মোদি সরকার

সূত্রের খবর, এবার দেশের দুই টিকা সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে ৪৫০০ কোটি টাকা ঋণ দেবে কেন্দ্র। দেশে টিকা উৎপাদন বাড়ানো এই মুহূর্তে সবথেকে জরুরি. সেদিকে নজর দিয়েই করোনা টিকা প্রক্রিয়ায় গতি আনতে দুই সংস্থাকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। এরমধ্যে ৩০০০ কোটি ঋণ দেওয়া হচ্ছে আদর পুনাওয়ালার সংস্থা সেরাম ইনস্টিটিউটকে। এই সংস্থা কোভ্যাক্সিন টিকা উৎপাদন করে। আর ভারত বয়োটেক, য়ারা কোভিশিল্ড উৎপাদন করে, তাদের ১৫০০ কোটি টাকা দেওয়া হবে ঋণ বাবদ।