দেশ

৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

পুজোর আগেই সম্ভবত বড় খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীরা। সবকিছু ঠিকঠাক থাকলে এমাসের শেষদিকে বা অক্টোবরের প্রথমে কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথা রেখেই ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র।  সাধারণভাবে প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পর্যালোচনা করে থাকে কেন্দ্র। ঘোষণা হয় পরে। ইতিমধ্যেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ফলে এনিয়ে খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।গত ১২ মাসে গড় CPI-IW ছিল ৩৮২.৩২। এই ইনডেক্স অনুযায়ী কোনও কর্মীর ডিএ হবে ৪৬.২৪ শতাংশ। জানুয়ারি মাসে ডিএ বেড়ে ছিল ৪২ শতাংশ। ফলে এবার ডিএ বাড়লে তা হবে ৪.২৪ শতাংশ। ওই ডিএ কার্যকর হবে এবছর ১ জুলাই থেকে।