কলকাতা

স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে কেন্দ্রীয় ভূমি জল বোর্ডের পূর্বাঞ্চলের কলকাতা দফতর

কলকাতাঃ এক স্বচ্ছ এবং নির্মল ভারতের ও স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী । তার এই স্বপ্ন কে বাস্তবায়িত করার লক্ষ্যে ২০১৪ সালের ২ অক্টোবর থেকে জাতীয় স্তরে স্বচ্ছতা অভিযান শুরু করা হয়। ২০২৩ সালে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সারা ভারত জুড়ে এই কর্মযোগ্য উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় ভূমি জল বোর্ড, পূর্বাঞ্চল, কলকাতা দফতরেও সারা অক্টোবর মাস ব্যাপী স্বচ্ছতা এই কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন ঘাট, জলাশয় সংলগ্ন জায়গা, অফিসের ভিতরে, বাইরে ও রাস্তাঘাট পরিষ্কার করা হয়। কেন্দ্রীয় ভূমি জল বোর্ড, পূর্বাঞ্চল, কলকাতার ক্ষেত্রীয় নির্দেশক ডঃ অনাদি গায়েন বিশেষ উদ্যোগ নিয়ে এবং নিজে উপস্থিত থেকে সমগ্র স্বচ্ছতা অভিযানটি পরিচালনা করেন। এই উপলক্ষ্যে ৩১ অক্টোবর ২০২৩ কেন্দ্রীয় ভূমি জল বোর্ড, পূর্বাঞ্চল, কলকাতা ও বিভাগীয় কার্যালয়-১৫, কলকাতার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। ডঃ অনাদি গায়েন এই অনুষ্ঠানে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সবাইকে এই মহান উদ্যোগে অংশগ্রহণ করতে আহ্বান জানান।