কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহার করার প্রয়োজন নেই। যে সমস্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছে তা সামান্য বদলে ফেললেই হবে, এনসিপি নেতা শরদ পওয়ারের এই মতামতকে গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্র, এমনটাই খবর। মনে করা হচ্ছে, কৃষি আইনের যে দিকগুলো নিয়ে বিরোধিতা করে চলেছেন কৃষকরা, তা নিয়ে বিবেচনার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন একথা। ২০২০ সালের নভেম্বর মাস থেকে কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে প্রতিবাদ করে চলেছেন কৃষকরা। যে তিনটি ধারা নিয়ে আপত্তি সেগুলো হল, ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্ট, ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাশিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট। এককালে কেন্দ্রের কৃষিমন্ত্রী পদে থাকা শরদ পওয়ার বলেন, তিনটে কৃষি আইন পুরোপুরি বাতিল না করে তাতে কিছু সংশোধন করা যায়। এর প্রেক্ষিতেই, বর্তমান কৃষিমন্ত্রী বলেন, ‘প্রাক্তন কৃষিমন্ত্রীর বক্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ওঁকে বলতে চাই, কেন্দ্র সরকার তাঁর কথার সমর্থন করে। কৃষক সংগঠনগুলোর সঙ্গে এই নিয়ে আমরা ১১বার আলচনায় বসেছি।’