কোথাও রেল অবরোধ, কোথায় বনধের সমর্থনে মিছিল, কোথাও কুশপতুল দাহ, কোথাও আবার বনধ সমর্থককে সপাটে চড়, পুলিশের হাতে আটক বেশ কয়েকজন আন্দোলনকারী ৷ সকাল থেকে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ ঘিরে বুধবার এমনই খণ্ডচিত্র ধরা পড়ল জেলায় জেলায় । উত্তর ২৪ পরগনা থেকে দার্জিলিং – মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ধর্মঘটের ৷ তবে কলকাতায় তেমন প্রভাব পড়েনি বনধের ৷ মূলত শ্রমকোডের বিরোধিতা-সহ আরও কয়েকটি দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে সারা ভারতজুড়ে এদিন পালিত হচ্ছে বনধ ৷ শ্রম আইনের বদলে চারটি শ্রমকোড প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার ৷ শ্রমিক সংগঠনের অভিযোগ, দ্রুত এই সমস্ত শ্রমিক বিরোধী লেবার কোড চালু করার চেষ্টা করছে সরকার । এই কোড চালু হলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে ৷ ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে । জেলায় জেলায় ধর্মঘটের বিক্ষিপ্ত অবরোধ হলেও কলকাতায় সেভাবে কিছু দেখা যায়নি ৷ কেবল শহরের কয়েকটি প্রান্তে মিছিল করেন বনধ সমর্থকরা৷ মোটের উপর মহানগরের রাস্তাঘাট সচল রয়েছে ৷ শিয়ালদা শাখায় লোকাল ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল করছে । মৌলালি, রাজাবাজার, পার্কসার্কাস, রবীন্দ্র সদন সহ সমস্ত ব্যস্ত রাস্তায় বেসরকারি ও সরকারি যানবাহন রয়েছে আর পাঁচটা দিনের মতোই । সরকারি ও বেসরকারি স্কুলগুলিও খোলা ।


