কলকাতা জেলা

জেলায় জেলায় বনধে বিক্ষিপ্ত অবরোধ, নবান্নে হাজিরা ৯৯ শতাংশ

কোথাও রেল অবরোধ, কোথায় বনধের সমর্থনে মিছিল, কোথাও কুশপতুল দাহ, কোথাও আবার বনধ সমর্থককে সপাটে চড়, পুলিশের হাতে আটক বেশ কয়েকজন আন্দোলনকারী ৷ সকাল থেকে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ ঘিরে বুধবার এমনই খণ্ডচিত্র ধরা পড়ল জেলায় জেলায় । উত্তর ২৪ পরগনা থেকে দার্জিলিং – মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ধর্মঘটের ৷ তবে কলকাতায় তেমন প্রভাব পড়েনি বনধের ৷ মূলত শ্রমকোডের বিরোধিতা-সহ আরও কয়েকটি দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে সারা ভারতজুড়ে এদিন পালিত হচ্ছে বনধ ৷ শ্রম আইনের বদলে চারটি শ্রমকোড প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার ৷ শ্রমিক সংগঠনের অভিযোগ, দ্রুত এই সমস্ত শ্রমিক বিরোধী লেবার কোড চালু করার চেষ্টা করছে সরকার । এই কোড চালু হলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে ৷ ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে । জেলায় জেলায় ধর্মঘটের বিক্ষিপ্ত অবরোধ হলেও কলকাতায় সেভাবে কিছু দেখা যায়নি ৷ কেবল শহরের কয়েকটি প্রান্তে মিছিল করেন বনধ সমর্থকরা৷ মোটের উপর মহানগরের রাস্তাঘাট সচল রয়েছে ৷ শিয়ালদা শাখায় লোকাল ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল করছে । মৌলালি, রাজাবাজার, পার্কসার্কাস, রবীন্দ্র সদন সহ সমস্ত ব্যস্ত রাস্তায় বেসরকারি ও সরকারি যানবাহন রয়েছে আর পাঁচটা দিনের মতোই । সরকারি ও বেসরকারি স্কুলগুলিও খোলা ।