সমলিঙ্গের বিবাহে অনুমোদন চেয়ে জমা পড়া আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই আবহে সমলিঙ্গে বিবাহ প্রসঙ্গে রাজ্যগুলি কী ভাবছে তা জানাতে বলে দেশের সমস্ত রাজ্যগুলির মতামত চাইল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার সমলিঙ্গের বিবাহের বিরোধিতা করেছে ইতিমধ্যে। রাজ্যগুলিকে এই মামলায় পক্ষ করার জন্য আবেদন করেছে কেন্দ্র। যদিও সুপ্রিম কোর্ট সেই অনুরোধ রাখেনি। সমলিঙ্গ বিবাহে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হওয়ার কথা সর্বোচ্চ আদালতে। তার আগে কেন্দ্রের তরফে চিঠি লিখে রাজ্যগুলির মতামত জানতে চাওয়া হল। কেন্দ্র সরকার এই প্রসঙ্গে জানিয়েছে রাজ্যগুলি এই মামলায় গুরুত্বপূর্ণ অংশীদার। সমলিঙ্গের বিবাহের প্রশ্নটি রাজ্যের আইনি পরিসরের মধ্যে পড়ে আর সেই কারণে তাদের পক্ষ হওয়া উচিত। আদালতে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছে, শুধুমাত্র সংসদ একটি নতুন সামাজিক সম্পর্ক তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং আদালত এই বিষয়ে শুনানি করতে পারে কিনা তা আগে খতিয়ে দেখতে হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তির জবাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আদালত কীভাবে সিদ্ধান্ত নেবে তা আদালতই ঠিক করবে।