দেশ

অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে টুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ‘ স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে সীমান্ত রক্ষী বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ, সীমা সশস্ত্র বল, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে ৭৩ হাজার শূন্যপদ রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সশত্র বাহিনীতে এবংঅসম রাইফেলসে শূন্যপদের সংখ্যা ৭৩, ২১৯। পাশাপাশি কেন্দ্র শাসিত অঞ্চলে পুলিশ বাহিনীতে শূন্যপদের সংখ্যা ১৮, ১২৪। এক প্রকার চাপে পড়েই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের এই অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে দেশ। ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি নানা প্রান্তে থেকে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিরক্ষা মন্ত্রী শনিবার বৈঠক ডেকেছেন। স্থলসেনা প্রধানের বিশেষ কাজ থাকায় তিনি শনিবারের বৈঠকে থাকতে পারবেন না। তবে বাহিনী বায়ুসেনা ও নৌসেনাবাহিনীর দুই প্রধান এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থকর্তাদের থাকার কথা। সেই বৈঠকের আগেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এল নতুন ঘোষণা।