জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্য়াসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। দুনিয়া জুড়ে ২২৪ কোটিরও বেশী মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করেন। শুধু ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীর সংখ্যা ৫০ কোটি। সেই হোয়াটসঅ্য়াপে এবার মেসেজ বা বার্তা পাঠানোর পরেও সেটা এডিট করা যাবে। এতদিন হোয়াটসঅ্যাপে যে মেসেজটা পাঠানো হয়ে গিয়েছে, সেটা এডিট করার কোনও অপশন নেই। শুধু ডিলিট করা যায়। তবে এবার থেকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে হলে, তা এডিট করা যাবে। মানে হয়তো আপনি আপনার কোনও মেসেজে বানান ভুল লিখলেন, বা কিছু লিখতে ভুল গেলেন বা কোনও শব্দ বা বাক্য রাখতে চান না, বা কোনও কিছু যোগ করতে চান। এগুলোর জন্য যে এডিট অপশন থাকতে হয়, তা হোয়াটসঅ্যাপে এসে যাচ্ছে। মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ এই কথা নিজে জানিয়েছেন। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপেই এই এডিট বটনের সুবিধা মিলবে। অ্যাপেলের আই মেসেজে এখন থেকে এটি পাওয়া যাচ্ছে।