গঙ্গাসাগর মেলায় ভিনরাজ্যের লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। সাগরে যাওয়ার আগে কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় অস্থায়ী শিবিরে থাকেন সাধুসন্ত থেকে পুণ্যার্থীরা। বাবুঘাটে গঙ্গা সংলগ্ন ওই এলাকা দিয়েই গিয়েছে চক্ররেলের লাইন। আজ, মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে সেখানে ভিড়ের চাপ বাড়বে আরও কয়েকগুণ। এই বিরাট সংখ্যক মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবান্নের তরফে আজ, চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণের আবেদন করা হয়েছে। সেই দাবি মেনে আজ ভোর ৪টে থেকে দুপুর ৩টে পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে চক্ররেল চলানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সাতটি চক্ররেল পুরোপুরি বাতিল থাকবে। ওই ট্রেনগুলির নম্বর হল– ৩০৪১২, ৩০৪১১, ৩০৩৫১, ৩১২২৩, ৩০১১৩, ৩০১১৬ এবং ৩১২৪২। এছাড়াও ১৪টি ট্রেন আজ গোটা যাত্রাপথে চলবে না। একই সঙ্গে কয়েকটি ট্রেন ঘুরপথে চলবে।