কলকাতা

রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা

রাজ্য নির্বাচন কমিশনার পদে দিনকয়েক আগেই নিয়োগ করা হয়েছে রাজীব সিনহাকে। ৭জুন নিয়োগের পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছেন। তবে এবার তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হল আদালতে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে সোমবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে, তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা বলেই খবর সূত্রের।  রাজ্যে এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে পঞ্চায়েত নির্বাচনের। মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পর প্রচারে নামছে সব দল। ভোট প্রস্তুতির মাঝেই গত বুধবার রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।