দেশ

‘নিজেদের বদলান, নয়তো আপনাদের বদলে ফেলা হবে’, বিজেপি সাংসদদের হুঁশিয়ারি নরেন্দ্র মোদির

সংসদ অধিবেশনে অনিয়মিত উপস্থিতি। কখনও দিনের পর দিন পাত্তাই নেই। কখনও আবার থাকছেন না গোটা অধিবেশনে। তার জেরে দাপট বাড়ছে বিরোধী সাংসদদের। এই নিয়ে বিজেপি সাংসদদের এবার কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর স্পষ্ট বার্তা, ‘‌নিজেদের বদলান, নয়তো আপনাদের বদলে ফেলা হবে’‌।  এর আগেও সংসদ অধিবেশনে নিজের দলের সাংসদদে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তাতে কাজ তেমন হয়নি। মঙ্গলবার সকালে বিজেপি–র সংসদীয় দলের বৈঠক বসে। তাতেই প্রধানমন্ত্রী মোদি বললেন, ‘‌সংসদ অধিবেশন এবং বৈঠকে অনুগ্রহ করে নিয়মিত উপস্থিত থাকুন। এটা আমার জন্যও সুখকর নয়, যে বারবার আপনাদের এক কথা বলব আর বাচ্চার মতো শাসন করব। আপনারা নিজেদের না বদলালে ক্রমে আপনাদেরই বদলে ফেলা হবে।’‌ বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও উপস্থিত ছিলেন বৈঠকে।