দেশ

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন দলিত শিখ সম্প্রদায়ের নেতা চরণজিত সিং চান্নি। আজ সকাল ১১টায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। দেশের রাজনৈতিক আঙিনায় সেভাবে নাম শোনা যায়নি এতকাল, হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে তিনি।

চরণজিত সিং চান্নি ৫৮ বছর বয়সি কংগ্রেস নেতা চান্নি চামকৌর সাহিব থেকে তিনবারের বিধায়ক। কাল অবধি পাঞ্জাবের টেকনিকাল এডুকেশন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ সালে অমরিন্দরের সরকারে মন্ত্রী হওয়ার আগে ২০১৫ থেকে ’১৬ বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় বসতেন।  পাঞ্জাবের ইতিহাসে দলিত সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম মুখ্যমন্ত্রী চান্নি। রাজনৈতিক মহলের গুজব, দলিত ভোট টানতে তাঁর ওপর ভর করল কংগ্রেস হাইকম্যান্ড। একেবারে বিতর্কহীন নয় চান্নির অতীত। এক মহিলা আইএএস-কে আপত্তিকর মেসেজ পাঠানোয় অভিযুক্ত তিনি। এ বছর মে মাসে জাতীয় মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনে।