ভারতের ইতিহাসে এই প্রথমবার, একজন মহিলা আইপিএস অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) শ্রীনগর সেক্টরের ইন্সপেক্টর জেনারেল (আইজি) হিসাবে নিয়োগ করা হল। নাম চারু সিনহা। তেলঙ্গানা ক্যাডারের ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। এর আগে তিনি সিআরপিএফ-এর বিহার সেক্টরের আইজি হিসাবে কাজ করেছিলেন এবং সেখানে থাকাকালীন দক্ষতার সঙ্গে নকশালদের মোকাবিলা করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে নকশাল বিরোধী বিভিন্ন অভিযান পরিচালিত হয়। বর্তমান সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল এপি মহেশ্বরী যিনি ২০০৫ সালে শ্রীনগর সেক্টরের আইজি অফিসার হিসাবে যোগ দিয়েছিলেন।


