গভীর রাতে দক্ষিণ আবুজমাদ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনী ইউনিফর্ম পরা ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে সেনা জওয়ানরা। পাশাপাশি, দান্তেওয়াড়া এলাকায় চলা এনকাউন্টারের সময় মাওবাদীদের গুলিতে ডিআরজি-এর এক জওয়ানও শহীদ হয়েছেন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এই খবর জানিয়েছেন।