দেশ

‘২০২৪ -এর লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ’, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

২০২৪ এর লোকসভা ভোটের জন্য প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন ৷ এখন ওড়িশা সফরে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ আর ভুবনেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিলেন, ২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচন এবং রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য তাঁরা সম্পূর্ণরূপে প্রস্তুত। সব প্রস্তুতিও প্রায় শেষ বলে জানান কমিশনার ৷ এদিন রাজীব কুমার বলেন, “নির্বাচন কমিশন ভোটার তালিকাকে আরও অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। আমরা তিন হাজার 380 জন তৃতীয় লিঙ্গ ভোটারদের তালিকাভুক্ত করার জন্য বিশেষ প্রচেষ্টা করেছি।” নএদিন লোকসভা নির্বাচন-সহ বেশ কয়েকটি যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কমিশন কতটা প্রস্তুত তাও খোলসা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তিনি বলেন, “৫০ শতাংশ ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং সুবিধা থাকবে। এ রাজ্যের ৩৭হাজার ৮০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২২ হাজার ৬৮৫টি ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে ৷ প্রতিবন্ধী, যুবক ও মহিলাদের যাতে সমস্যা না হয় সেটাকেই মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি। ৩০০টি ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে ৷”