দেশের আইনব্যবস্থার প্রতি আবার ভরসা ফিরছে সাধারণ মানুষের। বিশেষত, গত দু’মাসে। রবিবার পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমনই মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দেশের আদালত অনেকটা ‘ধর্মীয় স্থান’-এর মতো। মানুষ বিপদে পড়লে বিচারের আশায় কড়া নাড়েন আদালতের দরজায়। সেই ‘ধর্মস্থানের’ প্রতি মানুষের আস্থা এবং সম্মান যেন অটুট থাকে। রবিবারের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ অন্য বিচারপতিরা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পড়ুয়াদের জন্য আজ ঐতিহাসিক দিন। আজ আপনারা আইনজীবী। কাল আপনাদেরই কেউ কেউ বসবেন বিচারপতির আসনে। আইন থাকবে আপনাদের হাতে।’’ তার পর মুখ্যমন্ত্রী মনে করান, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। তাঁর কথায়, ‘‘মানুষ যখন সমস্যায় পড়েন আইনের দরবারে ছুটে যান। দেশের বিচারব্যবস্থার উপর আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আদালত হল মন্দির, মসজিদ, গির্জার মতো। তাই আমরা বিশ্বাস রাখি মানুষের ক্ষোভ প্রশমন করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবেন।’’ সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি ইউইউ ললিতকে
শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘‘বিচারব্যবস্থা ঠিক কাকে বলে, এই দু’মাসে আমরা প্রত্যক্ষ করেছি। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।’’ পর ক্ষণেই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘আমি বলছি না যে বিচারব্যবস্থার উপর আস্থা চলে গিয়েছিল মানুষের। কিন্তু বর্তমান পরিস্থিতিটাই এমন…। খারাপ থেকে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। আইনব্যবস্থার উচিত মানুষের কান্না শোনা এবং বোঝা। কিন্তু আজ মানুষ দরজা বন্ধ করে কাঁদছে! এখন এমনই সব ঘটনা ঘটছে।’’ অন্যদিকে তিনি এও বলেন, অযথা সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। সম্মান চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। আর তা করতেই অকারণে চলছে হেনস্থা। বলাই বাহুল্য, এদিন তিনি নাম না করে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন। শুধু তাই নয়, এরপরেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এরকম চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসন জারি হবে’। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে বারবার অভিযোগ তুলে বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী দল এবং অবিজেপি শাসিত রাজ্য ও রাজ্যের নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এদিন বিশ্ববাংলা কনভেনশন হলে এনইউজেএস- এর সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি বিশেষ আবেদন জানান। তিনি বলেন, ‘দয়া করে গণতন্ত্র রক্ষা করুন’। তাঁর অভিযোগ, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম মানা হচ্ছে না। এরপরেই তাঁর প্রার্থনা, ‘দয়া করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করুন’। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে মানুষ দরজা বন্ধ করে কাঁদছে। সেই পরিস্থিতি যেন আর না সৃষ্টি হয়। কারণ, দেশবাসীর শেষ ভরসা আদালত।