কলকাতা

ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডের জামতাড়ায় কালঝরিয়ার কাছে জামতারা-কারমাতান্ডের ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃ্ত্যু হয়। এই ঘটনায় আহত বহু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য রেলের তরফে তিন সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে।ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে এবার দুঃখপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় অনেকের, আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনা নিয়ে গতকাল  নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন কিন্তু এই মর্মে তিনি রেলকে ছেড়ে কথা বলেন নি। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত দুঃখিত। আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রেলের কাছে বারবার এই ধরনের ত্রুটি, যার ফলে এত দুর্ঘটনা ঘটছে, তা এড়ানোর অনুরোধ করেন।