বিনোদন

প্রয়াত হলেন জনপ্রিয় গান ‘বড় একা লাগে’-র গীতিকার মিল্টু ঘোষ

প্রয়াত হলেন প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় গীতিকার মিল্টু ঘোষ। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।  চৌরঙ্গী ছবির জনপ্রিয় গান ‘বড় একা লাগে’-র গীতিকার ছিলেন তিনি। এছাড়াও ‘ও আকাশ সোনা সোনা’ থেকে ‘এসো মা লক্ষ্মী’-র মতো বাংলা গানকে স্বর্ণাক্ষরে বেঁধেছিলেন তিনি। তবে শুধু এই গানই নয়। মিল্টু ঘোষের লেখা জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ। মান্না দের সুর করা ‘তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে’, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া ‘ওগো বন্ধু আমার’ গানটিও মিল্টু ঘোষেরই লেখা। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, অপরেশ লাহিড়ী, মানবেন্দ্র মুখোপাধ্যায়-সহ বাংলা স্বর্ণযুগের সব সুরকারের সঙ্গেই কাজ করেছেন তিনি। একে একে চলে গেলেন চৌরঙ্গী ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক, সুরকার অসীমা মুখোপাধ্যায়, বৃহস্পতিবার প্রয়াত হলেন এই ছবির জনপ্রিয় গান ‘বড় একা লাগে’-র গীতিকার।