খেলা

ফুটবলে শট মেরে ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ৩-১ গোলে গোয়াকে হারালো মহামেডান

 ফুটবলে শট মেরে ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে নেমে দুই দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি এবং প্রাক্তন ফুটবলাররা। পাপন এবং রুবেনের গাওয়া থিম সং পরিবেশিত হল এদিন। এবার অফলাইনেও পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের টিকিট। থাকছে অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থাও।  আজ প্রথম ম্যাচে মুখোমুখি মহামেডান এফসি এবং স্পোর্টিং গোয়া। এবার ডুরান্ড কাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ১১টি আইএসএল দলের পাশাপাশি ৪টি আই লিগ দল এবং ৫টি সেনা দল অংশগ্রহণ করছে এবারের ডুরান্ডে।  সবথেকে বড় চমক হল ফাইনালে উপস্থিত হতে পারেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন প্রথমার্ধের ৩৪ মিনিটে নেমিলের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। ০-১ পিছিয়েই প্রথমার্ধে মাঠ ছাড়েন সাদা-কালো ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মহমেডান স্পোর্টিং। ৪৯ মিনিটে ১-১ করেন প্রীতম সিং। ব্যবধান বাড়াতে আক্রমণে ধার বাড়ান চের্নিশভ। ৮৪ মিনিটে আভাস থাপার সেন্টার থেকে হেডে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ফজলু রহমান (২-১)। ইনজুরি টাইমে গোয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্কাস যোশেফ (৩-১)। গত বার এই যুবভারতীতেই গোয়ার কাছে ফাইনালে হেরে ডুরান্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল‌। এ বার সেই যুবভারতীতেই মধুর প্রতিশোধ নিল সাদা-কালো।