বিদেশ

পায়ে হেঁটে অক্সফোর্ডের ক্যাম্পাসে ঘুরলেন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী সৌরভ

গাড়িতে নয়, বাসে করেই নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক আগেই অক্সফোর্ডে পৌঁছে গিয়েছিলেন আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখালেন কর্তৃপক্ষ। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গী হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পপতি সত্যম রায়চৌধুরীও, অন্য শিল্পপতিরা। স্থানীয় সময় দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান মমতা। বিকেল সাড়ে ৫টায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করবেন তিনি। তার পর শ্রোতাদের সঙ্গে আলাপচারিতা। এই আলোচনাসভার আগে মমতাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাইলফলকের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় করালেন কর্তৃপক্ষ। নিয়ে যাওয়া হয় গ্রন্থাগারেও। এর পাশাপাশি অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকদের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গেছে, দুপুর ২টোয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে পাঁচটায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ দ্য হাব-এ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দর্শকদের সঙ্গেও আলাপচারিতা করবেন তিনি। আলোচনা সভার আগে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যান্ডমার্ক ঘুরিয়ে দেখায় কর্তৃপক্ষ।