কলকাতা

উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

চার পুরনিগমের ভোটে প্রায় সাফ বিরোধীরা। শিলিগুড়ি পুরনিগমে এবার প্রথমবাব বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রস। বিপুল এই জয়ের পর দলের নেতা-কর্মী-সমর্থকদের আরও নম্র হওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোটের ফলাফল প্রকাশের পরই একপ্রকার ফিকে হয়ে যায় পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে দলের সমর্থকদের অসন্তোষ ইস্যুটি। আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়িতে সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। শিলিগুড়ি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও কলকাতা পুরসভার ভোটের পর আরও ১০৬টা পুরসভার ভোট রয়েছে। মানুষের জন্য আমরা কাজ করে যাব। যত জিতব তত নম্র হতে হবে আমাদের। মানুষের উপরে বেশি করে বিশ্বাস রাখতে হবে। এই জয় আমি মা-মাটি- মানুষকে উৎসর্গ করছি। এদিন কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরে উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তিনদিনের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসূচি রয়েছে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই তিনদিন উত্তরকন্যাতে রাত্রি যাপন করবেন তিনি। আজ দুপুরের বিমানে বাগডোগরা পৌঁছোন মমতা। আজই শিলিগুড়িসহ আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুরভোটের ফল প্রকাশ। তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে মোটামুটি নিশ্চিত দলনেত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে কী বার্তা দেন, সেই দিকে মুখিয়ে রয়েছেন দলের অনেকেই। কারণ, অতি সম্প্রতি দলীয় স্তরে আমূল রদবদল করেছেন মমতা। যে নতুন কমিটি গঠন করেছেন তিনি, সেখানে উত্তরবঙ্গ থেকেও ঠাঁই পেয়েছেন জনা দুয়েক নেতা। এই অবস্থায় শিলিগুড়ির ফলাফল মমতার এদিনের সফরের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলবে।