জেলা পুজো

আজ ভার্চুয়ালি পূর্ব মেদিনীপুরের ১৭টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ, রবিবার মহালয়ায় দেবীপক্ষের সূচনায় পূর্ব মেদিনীপুর জেলায় ১৭টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক থেকে পাঁশকুড়া, কাঁথি থেকে দীঘা, জেলার নানা প্রান্তে পুজোর উদ্বোধন হবে। প্রতিটি জায়গায় জেলা প্রশাসন ও পুলিস অফিসারদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারআগে শনিবার অনেক রাত পর্যন্ত মণ্ডপ সাজানোর শেষ মুহূর্তের কাজ চলে। মহালয়ার দিন ছাড়াও তারপর থেকে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই জেলার পুজো উদ্বোধন করবেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে পুজো কমিটির তালিকা প্রস্তুত করার কাজ চলছে।তমলুক শহরে বিগত কয়েক বছরের মতো এবারও রাজবাড়ি ময়দানে আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবাড়ি ময়দানে জেলার মূল অনুষ্ঠানটি হবে। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত হবেন। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিডিও ও পুলিস অফিসাররা অন্যান্য জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার দেবীপক্ষের সূচনায় পাঁশকুড়া স্টেশন বাজার সর্বজনীন, নন্দকুমারের দক্ষিণ নারকেলদা প্রগতি সঙ্ঘ, চণ্ডীপুরের চৌখালি সর্বজনীন ও হাঁসচড়া সর্বজনীনের পুজো উদ্বোধন হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক শহরে হাসপাতাল মোড়ে ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশন, মহিষাদলের গেঁওখালি বাজার, হলদিয়ার আজাদহিন্দ নগর, বাড় বাসুদেবপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রতিটি জায়গায় অনুষ্ঠান হবে। এছাড়াও কন্টাই ইয়ুথ গিল্ড, ক্লাব চৌরঙ্গি, শেরপুর তেলেঙ্গাবাড় সর্বজনীন, সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, দীঘা সর্বজনীন, এগরা স্বপ্ননীড়, টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের পুজো ময়ালয়াতেই উদ্বোধন হবে।