কলকাতা

নিউটাউনে মিনি চিড়িয়াখানা, ‘হরিণালয়’-এর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

নিউটাউনের ইকোপার্কের পিছনে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইকোপার্ক ঘুরতে গিয়ে একবার হরিণালয় দেখে আসবেন, সবার ভাল লাগবে’।  চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যে দু’জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার এবং একজোড়া সিংহ এখানে নিয়ে আসা হবে। পরবর্তী পর্যায় এখানে আসবে গণ্ডার ও হাতি। নিউটাউনের ইকোপার্কে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসেন। সেই কারণে ইকোপার্ক লাগোয়া ছোট একটি চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা হয়েছিল। অবশেষে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। এতদিন এখানে দর্শকরা হরিণ দেখতে পেতেন। এখন হরিণ ছাড়াও জেব্রা, জিরাফ এবং বিভিন্ন ধরণের পাখি রয়েছে। জলহস্তিও নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত বাঘ ও সিংহ আসেনি। এবার সেগুলিও আনার প্রস্তুতি হচ্ছে। এদিন উদ্বোধনের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা এই জু’কে আরও সাজাব। 
আগামী দু’মাসের মধ্যে মধ্যপ্রদেশ থেকে দু’টি সিংহ এবং ঝাড়গ্রাম থেকে চারটি বাঘ নিয়ে আসা হবে। তারপর আমরা গণ্ডার ও হাতি আনব। এই মিনি জু’কে আরও বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। আরও পাঁচ একরের মতো জমির খোঁজ করা হচ্ছে।’