জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ করোনার সংক্রমণ এড়াতে সব রকমের স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে। কিন্তু সংক্রমণ এড়ানো যায়নি। গত কয়েক মাসে বিভিন্ন সময়ে করা হয়েছে জীবাণুমুক্ত করার কাজও। এবার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপিদের করোনার ছোয়া থেকে এড়াতে লিফটও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর জানা গেছে মুখ্যমন্ত্রীর যে লিফটি ব্যবহার করেন সেটি অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির জন্য চিহ্নিত করা হচ্ছে অন্য ভিআইপি লিফট। ভিভিআইপি লিফট-২ চিহ্নিত করা হয়েছে নবান্নের সাধারন কর্মীদের জন্য নির্দিষ্ট পাঁচ নম্বর লিফটের একটিকে। নবান্ন সূত্রে খবর, বদল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরও। নবান্নর সামনেই তৈরি হয়েছে তিন তলা ডবন। মুখ্যমন্ত্রী গত মাসেই তা উদ্বোধন করেছেন। এখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল বসছে। এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে ‘উপান্ন ‘। এর দোতলায় তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সচিব ও মুখ্যসচিবের ঘর। চলতি মাসেই নবান্নের চোদ্দ তলার বদলে মুখ্যমন্ত্রী উপান্ন থেকেই অফিস করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।