কপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিভেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ কয়েকজন পদস্থ সেনা আধিকারিক ৷ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সেনাপ্রধানের স্ত্রী মধুলিকা রাওয়াতও ৷ চপারে সওয়ার ১৪ জনের ১৩ জনের মৃত্যু হলেও দুর্ঘটনার পর চপারের ভিতরে থাকা বেশ কয়েকজনের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে ৷ ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরে যায় ৷ উদ্ধারকারী দলের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত চপার থেকে দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করা সেনাপ্রধান বিপিন রাওয়াত-সহ আহতদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ওয়েলিংটন সেনা হাসপাতালে ৷ তবে সংবাদসংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী ১৩ জনের মৃত্যু হলেও দুর্ঘটনার পর চপারের ভিতরে থাকা বেশ কয়েকজনের দেহ ঝলসে যাওয়ায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা ৷ ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরে যায় ৷ উদ্ধারকারী দলের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত চপার থেকে দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের বনমন্ত্রী কে রামচন্দ্রন ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল চপার দুর্ঘটনা ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন৷ এদিনের মত রাজ্যসভা মুলতুবি হয়ে যাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বিপিন রাওয়াতের বাসভবনে হাজির হন ৷ সঙ্গে ছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷ সেখানে বায়ুসেনার চপার দুর্ঘটনা বিষয়ক ঘটনাক্রম প্রতিরক্ষামন্ত্রীকে সংক্ষেপে বর্ণনা করেন তিনি ৷ সন্ধে সাড়ে ৬টায় তড়িঘড়ি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে