দেশ

মধ্যপ্রদেশে বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাক উল্টে মৃত ৩ শিশু সহ ৫

বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে উল্টে গেল কনেযাত্রী বোঝাই ট্রাক। আর ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন শিশু-সহ পাঁচজন। এখনও বেশ কয়েকটি শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে নদীবক্ষে চলছে বিশেষ অভিযান। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে গ্বালিয়রের বিলহেতি গ্রাম থেকে কনেযাত্রী বোঝাই একটি ট্রাক টিকমগড়ের জাতারা গ্রামে যাচ্ছিল। দাতিয়া জেলার বুহারা গ্রামের কাছে কনেযাত্রী বোঝাই ট্রাকটির চাকা পিছলে যায়। নিমিষেই উল্টে যায় কনেযাত্রী বোঝাই ট্রাকটি। পাশে নদী থাকায় অনেকেই জলের মধ্যে পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ডুবুরি নামিয়ে নদীবক্ষ থেকে কনেযাত্রীদের বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। তার মধ্যে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা, ১৮ বছর বয়সী এক কিশোরের পাশাপাশি তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুদের বয়স ২ থেকে তিন বছর। এখনও বেশ কয়েকটি শিশু নিখোঁজ রয়েছে।