দেশ

দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন

 বর্ষার শুরুতেই হতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বন্যা, ভূমিধস, জল জমার তো সমস্যায় চরম ভোগান্তি বিভিন্ন রাজ্যে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল মৌসম ভবন। কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতাও জারি করা হল। মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রায় প্রতিটি রাজ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ জুলাই অবধি উত্তরাখণ্ডের ৮টি জেলায় কমলা সতর্কতা, অন্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের বাইরে বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা।  পয়লা জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বই ও থানেতে হলুদ সতর্কতা এবং পালাগড় ও রায়গড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।