বিদেশ

ভারতীয়রা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, পাল্টা অভিযোগ চিনের

গতকাল রাতে লাদাখের গালওয়াল এলাকায় ভারত ও চিনের সৈনিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ভারতের এক সেনা অফিসার ও দুই জওয়ান নিহত হন। মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ করলেন, সোমবার ভারতের সেনা দু’বার সীমান্ত লঙ্ঘন করে তাঁদের দেশে ঢুকে পড়ে। চিনা সৈনিকদের ওপরে তারা উস্কানিমূলক আক্রমণ চালায়। চিনের তরফে এদিন ভারতকে অনুরোধ করা হয়েছে, দুই দেশের সীমারেখা কঠোরভাবে মেনে চলুন। একতরফা কোনও কাজ করবেন না। ভারতীয় সেনাও এদিন বিবৃতি দিয়ে বলেছে, গত রাতে চিনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছিল। উত্তেজনা কমানোর জন্য দুই দেশের সেনাকর্তারা বৈঠকে বসেছেন।