আজ পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করেছে চিনের পিপল’স লিবারেশন আর্মি ৷ তবে, ভারতের উদ্বেগ বাড়াচ্ছে শিনাজিয়াংয়ে মোতায়েন চিনের ১০ থেকে ১২ হাজার সেনা ৷ কারণ, শিনজিয়াংয়ে মোতায়েন চিন সেনাদের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক গাড়ি ও অস্ত্র রয়েছে ৷ যার সাহায্যে মাত্র ৪৮ ঘণ্টায় ভারতীয় সীমানার কাছে চলে আসতে পারে চিন ৷ তাই শিনজিয়াংয়ে মোতায়েন ১০- থেকে ১২ হাজার চিনা সেনার কার্যকলাপের উপর কড়া নজর রাখছে ভারত ৷ সরকারের শীর্ষস্তর থেকে একটি সংবাদসংস্থাকে জানানো হয়েছে, “পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর চিন দু’টি বিভাগে প্রায় 20 হাজার সেনা মোতায়েন করেছে ৷ ১০ হাজার সেনার আর একটি দল ভারতীয় সীমান্ত থেকে 1 হাজার কিলোমিটার দূরে উত্তর শিনজিয়াংয়ে মোতায়েন করা হয়েছে ৷ চিনের সমতল ভূখণ্ডের জন্য ভারতীয় সীমানার সম্মুখে পৌঁছাতে তাদের সর্বোচ্চ 48 ঘণ্টা সময় লাগবে ৷ শিনজিয়াংয়ে মোতায়েন জওয়ানদের উপর কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি লাদাখে মোতায়েন সেনার উপরও নজর রাখা হচ্ছে ৷” আরও বলা হয়েছে, ছয় সপ্তাহের বেশি সময় ধরে ভারত ও চিন কূটনৈতিক ও সামরিক স্তরে কথা বলছে ৷ কিন্তু, তারপরও শিনজিয়াং থেকে সেনা সংখ্যা কমানো হয়নি চিনের তরফে ৷