দেশ

‘চিন নিয়ে মিথ্য়া বলছেন নরেন্দ্র মোদি’, কার্গিলের জনসভায় তোপ রাহুলের

কার্গিলের লাদাখে বড় জনসভা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কার্গিলের জনসভায় দাঁড়িয়ে চিন ইস্য়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্য়া বলছেন বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল। ভিড়ে ঠাসা জনসভায় দাঁড়িয়ে রাহুল বললেন, ” লাদাখ খুব স্ট্র্য়াটেজিক অঞ্চল। একটা জিনিস খুব পরিষ্কার চিন ভারতের জমি দখল করেছে। এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও এটা বুঝেছি। কিন্তু এটা দু:খের যে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, লাদাখে এক ইঞ্চি জমিও চিন দখল করতে পারেনি। এটা পুরোপুরি মিথ্যা।” ক দিন আগেই লাদাখের রাস্তায় বাইক চালিয়ে তার সমর্থক-অনুরাগীদের মধ্যে ঝড় তুলেছিলেন রাহুল। ভারতীয় রাজনীতিবিদদের ছকে বাঁধা প্রচারের বাইরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশেছেন রাহুল।