দেশ

চিন ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ: নৌসেনা প্রধান

ভারতীয় স্থল ও জল সীমান্তে চিন ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ ৷ এমনটাই জানালেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ৷ মঙ্গলবার অ্যাডমিরাল আর হরি কুমার তাঁর বক্তব্যে জানিয়েছেন, চিন এখনও ভারতের স্থল ও জল সীমান্তে সবচেয়ে বড় বিপদ ৷ এর জন্য বাড়তে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিচ্ছে ৷ নৌসেনা প্রধান আরও বলেন, ‘‘ভারতীয় স্থলভাগের পাশাপাশি, ভারত মহাসাগরের জলসীমানায় চিন তার আধিপত্য বিস্তার করতে চাইছে ৷ আর দিন দিন তা ক্রমশ জোরালো হচ্ছে ৷ যা ভারতের সীমান্ত সুরক্ষায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷’’ তিনি এও জানান, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না ৷ তাঁর কথায়, ‘‘প্রায় নিয়মিতভাবে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছে ৷ মাঝে মধ্যেই একে অপরের ধৈর্যের সীমা পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু, সশস্ত্র পদক্ষেপ ছাড়া, কখনই সম্ভাব্য প্রতিপক্ষকে যুদ্ধক্ষেত্রে পরাস্ত করা যায় না ৷’’ তবে, শুধু চিন নয় ৷ পাকিস্তানও তাঁর সেনাবাহিনী ও সামরিক শক্তিকে ক্রমশ বৃদ্ধি করে চলেছে ৷ তা সে যতই পাকিস্তানের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকুক না কেন ৷ নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘‘পশ্চিমে পাকিস্তান তাদের আর্থিক মন্দাকে উপেক্ষা করে, প্রতিনিয়ত সামরিক শক্তিকে আরও উন্নত করে চলেছে ৷ বিশেষ করে তাদের নৌসেনাকে আরও শক্তিশালী করছে ৷ যা ৫০-প্ল্যাটফর্ম বাহিনী হওয়ার পথে অগ্রসর হচ্ছে ৷’’ আর তার মধ্যেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান অ্যাডমিরাল আর হরি কুমার ৷