খেলা

ভারতকে ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। যা অজিদের বিরুদ্ধে কোনও দলের করা সর্বোচ্চ রান। এর আগে অজিরা টি-টোয়েন্টি ক্রিকেটে এত বেশি রান কখনও দেয়নি। ২০০-র উপর রান করেও জেতা হল না ভারতের। অজিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে লজ্জার হারের মুখে পড়তে হল ভারতকে। আর অজিরা প্রথম ইনিংসে লজ্জার নজির গড়েও, জিতে রেকর্ড করে ফেললেন। তবে বোলাররা রান বিলোলেও, ব্যাটাররা কিন্তু দমে যাননি। বরং ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তারা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে। এ দিন ভারতের বিরুদ্ধে ২০৮ রানের জবাবে জয়, অজিদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। অজি বোলারদের লজ্জা এ দিন মুছে দিলেন ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েডরা।জবাবে ব্যাট করতে নামলে অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন শুরুটা খারাপ করেননি। তবে ১৩ বলে ২২ করে অ্যারন ফিঞ্চ আউট হয়ে গেলে স্টিভ স্মিথ আসেন ক্রিজে। তিনি ক্যামেরন গ্রিনকে সঙ্গত করেন। তাঁরা দু’জনে মিলে অজিদের ভিত মজবুত করে দেন। ৩০ বলে ৬১ করে ক্যামেরন গ্রিন আউট হলে কিছুটা অক্সিজেন পেয়েছিল ভারত। তার পর স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জোস ইংলিশের উইকেট পরপর হারিয়ে চাপ বাড়ে অস্ট্রেলিয়ার। হালে পানি পেয়েছিল ভারত। কিন্তু সাতে ব্যাট করতে নেমে ম্যাথু ওয়েডের অপরাজিত ২১ বলে ঝড়ো ৪৫ রান অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।