দেশ

প্যাংগং সো লেকের উত্তর এবং দক্ষিণ তীরের মধ্যে ৪০০ মিটারের ব্রিজ চালু করল চিন, সব ধরা পড়ল  মার্কিন সংস্থা স্যাটেলাইটে

প্যাংগং সো লেকের উত্তর এবং দক্ষিণ তীরের মধ্যে একটি ব্রিজ চালু করে ফেলল চিন। যে ব্রিজের কারণে সৈন্য এবং সরঞ্জাম পাঠানোর সময় একধাক্কায় অনেকটা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিন যে সেই ব্রিজটা তৈরি করে ফেলেছে, তা মার্কিন সংস্থা ব্ল্যাকস্কাইয়ের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। গত ৯ জুলাই সকাল, দুপুর এবং বিকেল-সন্ধ্যার দিকে ওই সংস্থার তোলা উপগ্রহচিত্রে দেখা গিয়েছে যে ওই ব্রিজের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই ব্রিজ দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করার বিষয়টিও উপগ্রহচিত্রে ধরা পড়েছে। যে ব্রিজটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে মোটামুটি ২৫ কিলোমিটার দূরে আকসাই চিন এলাকায় অবস্থিত। যে জায়গাটি বরাবরই নিজেদের এলাকা বলে স্পষ্টভাবে জানিয়ে এসেছে ভারত। কিন্তু ১৯৬০ সাল সেই এলাকা দখল করে আছে। ২০২২ সালের গোড়ার দিকেই যখন প্রায় ৪০০ মিটারের ওই ব্রিজটি নির্মাণের খবর সামনে এসেছিল, তখন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে নিজেদের ভূখণ্ডে এরকম বেআইনি হস্তক্ষেপ কখনও মেনে নেবে না দিল্লি। সেইসময়ের একাধিক রিপোর্টে জানানো হয়েছিল, ২০২০ সালে লাদাখ সেক্টরে ভারত এবং চিনের সংঘাতের দু’বছর পূর্ণ হওয়ার আগেই সেই ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছিল। আর এবার মার্কিন সংস্থার উপগ্রহচিত্রে যা ধরা পড়েছে, তাতে কিছুটা হলেও চিন্তা বেড়েছে বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল পরিস্থিতিতে ভারতের এয়ার স্ট্রাইক বা কামান হামলার ‘টার্গেট’ হয়ে উঠবে সেই ব্রিজ। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে ওই ব্রিজের কারণে সৈন্য বা সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ পাবে চিনা সেনা। দুটি সেক্টরে চিনা সেনার দুটি ছাউনির মধ্যে যাতায়াতের সময় একধাক্কায় কমে যাচ্ছে। আগে যে পথটা অতিক্রম করতে ১২ ঘণ্টা লাগত, এখন সেটা চার ঘণ্টায় হয়ে যাবে।