দেশ বিদেশ

চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর

চিন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবার জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী সেই বৈঠকের একটি ছবি শেয়ার করেন এক্স-এ।  নিজের এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন যে তিনি জিনপিংয়ের সাথে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা তাঁর কাছে পৌঁছে দিয়েছেন। এর আগে গতবছর চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়েছিল এসসিও সম্মেলনে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এরপর এই প্রথম চিন সফরে গেলেন জয়শঙ্কর। শি জিনপিংয়ের আগে জয়শঙ্কর চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করেছিলেন। সেই বৈঠকে ভারত ও চিনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়েছিল।  এদিকে চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে কথা হয় সেই বৈঠকে। এই বৈঠকগুলির পরে জয়শঙ্কর এক্স বার্তায় লিখেছিলেন, ‘গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি আশাবাদী যে, এই বৈঠক আমাদের সম্পর্ককে আরও ইতিবাচক করে তুলবে। প্রতিবেশী এবং বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে আমাদের একে অপরকে পারস্পরিক অবস্থান খোলাখুলি ভাবে জানানো উচিত’ ।