বুধবার থেকেই কলকাতায় শুরু হচ্ছে বড়দিনের ফেস্টিভ্যাল। আগামী ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার সময় অ্যালেন পার্কে কেসিএফের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উৎসব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা। উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে ভার্চুয়ালি পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ক্যামাক স্ট্রিটে ২১-২৩ তারিখ পর্যন্ত থাকছে ‘মিউজিক্যাল প্রোগ্রাম’। আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া উৎসবের প্রতিদিনেই আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। শুধু কলকাতা নয় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রামের খ্রিস্টমাস উৎসবের উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। সেই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।