দেশ

কয়লা পাচার কাণ্ডে হরিয়ানার ব্যবসায়ী সিআইডি-র জালে

গোপন অভিযান চালিয়ে কয়লা পাচার কাণ্ডে জড়িত একজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম সঞ্জয় মালিক। জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীকে ৩ দিনের ট্রানজিট রিমাণ্ডে গতকাল কলকাতায় নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার তাঁকে তোলা হয় আসানসোল আদালতে। সিআইডি’র দাবি, ধৃতের সঙ্গে কয়লা পাচারের যোগ আছে। আগেই, সিআইডি’র জালে পড়েছিল বারিক বিশ্বাস। জানা গিয়েছে, তাকে জেরা করেই সঞ্জয় মালিকের নাম জানা গিয়েছিল। গতকাল, হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় মালিককে। উল্লেখ্য, গত ২৯ জুলাই গরু পাচার কাণ্ডে সিআইডি গ্রেফতার করেছিল এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে। ধৃতের নাম আবদুল বারিক বিশ্বাস। সূত্রের খবর, বসিরহাটের ব্যবসায়ী তিনি। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেল ৪ টে নাগাদ বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।